শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের একটি ফেসবুক স্ট্যাটাস এবং কিছু প্রশ্ন

ইমরুল শাহেদ: ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিং শুরু হওয়ার দুই দিন পর শাকিব খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব! শুধু একুটু জানতাম, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেওয়া যাবে না।

আজ যখন ফিরে তাকাই, তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ। আমার প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভ্যালোবাসা’র পরিচালক এবং প্রযোজকের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সুযোগ দিয়েছিলেন। এরপর আমার সকল পরিচালক, প্রযোজক, সহকর্মী, শুভাকাংখী এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি যাদের জন্য আজকের আমি তৈরি হয়েছি।’ কিন্তু স্ট্যাটাসের কোথাও তিনি প্রথম ছবির পরিচালক সোহানুর রহমান সোহানের নাম উল্লেখ করেননি। কেন করেননি সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে প্রশ্ন হলো হঠাৎ তিনি এই স্ট্যাটাস দিলেন কেন? ক্যারিয়ার সায়াহ্নে এসে যদি তার এই উপলব্ধি হয়ে থাকে তাহলে ভালো। আর এর নেপথ্যে যদি অন্য কোনো বিষয় থাকে তাহলে সেটার প্রতি সকলের একটা কৌতুহল থেকেই যাবে।

তিনি আজ যাদের কাছে কৃতঞ্জতা প্রকাশ করছেন বা ধন্যবাদ দিচ্ছেন, কলকাতার ছবিতে কাজ করার সময় তাদেরই তীব্র সমালোচনা করেছেন তিনি। তারা কাজ জানেন না এবং প্রযুক্তিতে অভিজ্ঞ নন বলেও তিরস্কার করেছেন। পরে সমালোচনার মুখে সেজন্য তিনি অনুতাপও প্রকাশ করেছেন। চলচ্চিত্রের বর্তমান দুঃসময়ে তিনি কি ভূমিকা পালন করছেন, সেটা নিয়েও তিনি নিজেকে যদি প্রশ্ন করতেন তাহলে হয়তো তার ভূমিকায় কিছুটা হলেও পরিবর্তন আসত। চলচ্চিত্রশিল্পে এখন অনেক সংকট।

প্রযোজকরা ছবি বানাতে এগিয়ে আসছেন না। সিনেমা হল ক্রমশ কমে যাচ্ছে। নির্মাতারা এ্যাপস নিয়ে ভাবতে শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন নির্মাতা সমবায়ে একটি এ্যাপস চালু করার কথা ভাবছেন। সেখানে শুধু চলচ্চিত্রই মুক্তি পাবে। কারণ নির্মাতাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শিল্পীরা সিনেমা হলের সংখ্যার বিবেচনায় পারিশ্রমিকে আপোষ করেন না। সেজন্য ছবির বাজেট বেড়ে যায়, যা প্রদর্শন ক্ষেত্র থেকে ফেরত পাওয়া যায় না। এজন্য একটা অনিশ্চয়তা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়