শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৯:৩৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু,ক্ষতিপূরণ পাবে পরিবার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ২২নং ছাত্র হলের ৬তলা থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শাহের আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, শ্রমিক আহত হওয়ার ঘটনা শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর জানতে পারি সে মারা গেছে।

এ ঘটনায় নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবে জানিয়ে নিশ্চিত করেছে নির্মাণাধীন প্রতিষ্ঠান নুরানী কনষ্ট্রাকশন লিমিটেড ।

এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা হলের নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারকে সব ধরনের নিরাপত্তা পদক্ষেপ সহ কাজের সময় লেবারের হেলমেট এবং সেফটি বেল্ট ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে লেবার ফাংশন এবং তাদের সুরক্ষা দেয়া সম্পুর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর বর্তায়।

একজন ব্যক্তি দুর্ঘটনায় মারা যাক তা আমাদের কখনোই কাম্য নয়। তবে যে শ্রমিক মারা গিয়েছে তার জন্য আমরা মর্মাহত। নিহতের পরিবার যাতে যথোপযুক্ত ক্ষতিপুরণ পায় আমরা সে বিষয়টি নিশ্চিত করব।

২২ নং হলের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনষ্ট্রাকশনের ম্যানেজার মোঃ খোকন মিয়া ভোরের কাগজকে বলেন, নিহতের আরও কিছু আত্মীয় ও এই প্রকল্পে কাজ করে।এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা অসাবধানতাবশতই ঘটেছে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে এবং তার পরিবারের একজনকে আমাদের প্রতিষ্ঠান স্থায়ীভাবে চাকুরীর ব্যবস্থা করবে।

এদিকে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ সহ ৩দফা দাবিতে শুক্রবার বিকেল ৪টায় শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন ২২ নং হলের সামনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়