শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৮

শাহীন খন্দকার: [২] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন। মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত ১২ হাজার ৫১১ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৭ জন এবং নারী ৩ হাজার ৪৭৪ জন।

[৩] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১-৬০ বছরের ৭ জন, ৪১-৫০ বছরের ৫ জন, ৩১-৪০ বছরের ৪ জন রয়েছেন। এছাড়া ১১-২০ বছরের ১ জন এবং ১০ বছরের নিচে ১ জন রয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১ হাজার ৮৭৪টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৬, সিলেটে ১ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

[৫] এদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফাল সেন্টারে ১১২৭টি আর পূর্বেরসহ পরীক্ষা হয়েছে ১১২৭টি। প্রতিষ্ঠানটিতে এপর্যন্ত ৭ লাখ ৫৭,২৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট নমুনা সংগ্রহ করেছে ১৭০ আর পূর্বেরসহ পরীক্ষা করেছে ১৭০টি। এপর্যন্ত প্রতিষ্ঠানটি পরীক্ষা ও সংগ্রহ করেছে ১লাখ ৮৭,৮৫৭ জনের নমুনা। এছাড়াও ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাবরেটরি (এনপিএমএল)-আইপিএইচ নমুনা সংগ্রহ করেছে ৪৬৩টি আর পূর্বেরসহ পরীক্ষা করেছে ৪৬৩টি।

[৬] এপর্যন্ত সংগ্রহসহ নমুনা পরীক্ষা করেছে ২ লাখ ১৩,৪১০ জনের। আইসিডিডিআরবি নমুনা সংগ্রহ করেছে ১৩৫টি পূর্বেরসহ ১৩৫ পরীক্ষা করেছে। এপর্যন্ত প্রতিষ্ঠানটি ৮৮ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করেছে। ২৪ ঘন্টায় বিএসএমএমইউ সংগ্রহ করেছে ৯৪ টি, এপর্যন্ত মোট ১ লাখ ৪৩,৩৩২ জনের নমুনা পরীক্ষা করেছে।

[৭] সারাদেশে সরকারি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ১১ হাজার ৯৯৪টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২,২১৮ জন, খালি রয়েছে ৯ হাজার ৭৭৬ শয্যা। আইসিইউ শয্যা রয়েছে একহাজার ১৩২ যাতে ভর্তি রয়েছে ৩১০জন আর খালি রয়েছে ৮২২ শয্যা। তিনি বলেন, এছাড়াও বিভাগীয় হাসাপতালগুলোতে সাধারণ শয্যা রয়েছে ৬০৪৪টি, যার মধ্যে ভর্তি রয়েছে এক হাজার ১৩৪ জন। খালি রয়েছে চারহাজার ৯১০ শয্যা। আইসিইউ শয্যা রয়েছে ২৪৯টির মধ্যে ভতি রয়েছে ১১৫ জন আর খালি রয়েছে ১৩৪ শয্যা। সরকারি ও বেসরকারি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের অক্সিজেন সংক্রান্ত যন্ত্রপাতি সম্পর্কে ডা. নাসিমা সুলতানা বলেন, অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২৩ হাজার ১০০টি। হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে একহাজার ৫৮৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা রয়েছে এক হাজার ৪৬৭টি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়