সমীরণ রায়: [৩] পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের আকাশে মেঘ রয়েছে। বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে। রয়েছে হালকা বাতাসও। শুক্রবার ইয়াস বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে। ভারতের ওড়িশা এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
[৪] বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে তাপমাত্রা হালকা বাড়লেও দুঃসহনীয় পর্যায়ে আপাতত যাচ্ছে না।
[৫] আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর রাখতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে Í সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
[৬] তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হতে হতে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আকাশ মেঘলা আছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শনিবারের মধ্যে এর প্রভাব বাংলাদেশ থেকে কেটে যাবে। আর বর্ষার বৃষ্টি জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।
[৬] পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।