শিরোনাম
◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি ◈ তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞারোপ করতে জাতিসংঘের খসড়া রেজ্যুলেশন বাতিলের সুপারিশ আসিয়ান দেশগুলোর

লিহান লিমা: [২]মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বান করতে যাওয়া খসড়া রেজ্যুলেশন প্রস্তাব বাতিল করতে সুপারিশ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান। বেনার নিউজ

[৩]লিচেনস্টাইনে জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি জর্জ স্পারবার বলেন, ‘আসিয়ান আমাদের কাছে মিয়ানমারের নিকট অস্ত্র বিক্রি বন্ধের খসড়া রেজ্যুলেশন প্রস্তাব বাতিলের জন্য সুপারিশ করে চিঠি পাঠিয়েছে। চিঠিতে এই সুপারিশের কোনো কারণ দেখানো হয় নি। মিয়ানমার ব্যতীত আসিয়ানের বাকি নয় দেশ এই চিঠিতে স্বাক্ষর করে।’

[৪]সুপারিশকৃত চিঠির সঙ্গে সম্পৃক্ত থাকাকে আসিয়ান দেশগুলোর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি মিয়ানমারের সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

[৫]গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যূত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৮’শর বেশি সাধারণ নাগরিক নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪ হাজার।

[৬]হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাতিল করতে আসিয়ানের সুপারিশের তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে সংস্থাটির এশিয়া বিষয়ক নির্বাহী ফিল রবার্টসন বলেন, ‘ জনগণের ওপর মিয়ানমার জান্তা সরকারের সহিংসতা বন্ধে অস্ত্র নিষেধাজ্ঞারোপ বিষয়ক জাতিসংঘের রেজ্যুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বিরুদ্ধচারণ করে ও জান্তা সরকারের পক্ষে সুপারিশ করে আসিয়ান দেশগুলোর সরকার লজ্জাজনক নজির দেখিয়েছে।’

[৭]আগামী ১৮ মে এই খসড়া রেজ্যুলেশনে ভোট হওয়ার কথা ছিলো। কিন্তু আরো আন্তর্জাতিক সমর্থন বিশেষ করে আসিয়ান দেশগুলোর সমর্থন পেতে ভোট বিলম্বের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়