শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিপিএলে নিলামের আগেই জ্যামাইকা তালাওয়াহসের দলে সাকিব

মাহিন সরকার : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে জ্যামাইকা তালাওয়াহস- এর হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামের আগেই তাকে দলে নিয়েছে ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি।

[৩] বৃহস্পতিবার ২৭ মে এক টুইট বার্তায় সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। টুইট বার্তায় তারা লিখেছে, ধারণা করুণ কে ফিরছে? সাকিব আল হাসান আবারো ফিরছে জ্যামাইকা তালাওয়াহসে সিপিএল-২০২১ এ খেলতে।

[৪] জ্যামাইাকায় এবারই প্রথম নয়, এর আগেও ২০১৬ ও ২০১৭ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন সাকিব। দলটির হয়ে দুই মৌসুমে ১৬ ম্যাচ খেলেন সাকিব। বল হাতে ১৪ উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ২২১ রান। পরবর্তী নিজের প্রথম দল বার্বাডোজে ফিরেন তিনি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব।

[৫] সিপিএলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট। সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের মালিকও সাকিব। ট্রিণবাগোর বিপক্ষে বার্বাডোজের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যে রেকর্ড ভাঙতে পারেনি এখনো কেউ।

[৬] সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের ২৮ তারিখ থেকে বাসেতের সেন্ট কিটস নেভিসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে শুরু হবে সিপিএলের নবম আসর। এক ভেন্যুতেই ৩৩ ম্যাচ শেষে সেপ্টেম্বরের ১৯ তারিখে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়