শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিপিএলে নিলামের আগেই জ্যামাইকা তালাওয়াহসের দলে সাকিব

মাহিন সরকার : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে জ্যামাইকা তালাওয়াহস- এর হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামের আগেই তাকে দলে নিয়েছে ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি।

[৩] বৃহস্পতিবার ২৭ মে এক টুইট বার্তায় সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। টুইট বার্তায় তারা লিখেছে, ধারণা করুণ কে ফিরছে? সাকিব আল হাসান আবারো ফিরছে জ্যামাইকা তালাওয়াহসে সিপিএল-২০২১ এ খেলতে।

[৪] জ্যামাইাকায় এবারই প্রথম নয়, এর আগেও ২০১৬ ও ২০১৭ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন সাকিব। দলটির হয়ে দুই মৌসুমে ১৬ ম্যাচ খেলেন সাকিব। বল হাতে ১৪ উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ২২১ রান। পরবর্তী নিজের প্রথম দল বার্বাডোজে ফিরেন তিনি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব।

[৫] সিপিএলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট। সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের মালিকও সাকিব। ট্রিণবাগোর বিপক্ষে বার্বাডোজের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যে রেকর্ড ভাঙতে পারেনি এখনো কেউ।

[৬] সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের ২৮ তারিখ থেকে বাসেতের সেন্ট কিটস নেভিসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে শুরু হবে সিপিএলের নবম আসর। এক ভেন্যুতেই ৩৩ ম্যাচ শেষে সেপ্টেম্বরের ১৯ তারিখে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়