সালেহ্ বিপ্লব: [২] প্রথমবারের মতো ফাইনালে এসে বাজিমাত করলো ভিলারিয়াল। আল জাজিরা
[৩] নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকায় তুমুল উত্তেজনাকর ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়।
[৪ে] খেলা শেষে বিজয়ী দলের তারকা খেলোয়াড় ৭ নম্বর জার্সিধারী মরিনো বলেন, একটি স্বপ্ন সত্যি হলো। এ বিজয় স্পেনের সব মানুষের। আমরা বিশাল আকারে ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিলাম এবং তা আমরা করে দেখিয়েছি। মার্কা
[৫] ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওলে গানার সলশেয়ার তার প্রতিক্রিয়ায় বলেন, কখনো কখনো একটা কিকেই জয়পরাজয় নির্ধারিত হয়, এটাই ফুটবল।
[৫] ম্যান ইউ বস অকপটে স্বীকার করেন, আমাদের যতোটা ভালো খেলার কথা, ততোটা পারিনি।