জাকারিয়া জাহিদ:[২] অতি প্রবল ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীতে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। জেলায় আজ সকাল ৬ টা পর্যন্ত ১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
[৩] এটি আজ সকাল ৬ টায় পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল। তাই পায়রা বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
[৪] ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপক‚লীয় এলাকায় গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত তিন দফা জোয়ারের পানিতে ভাঙা বেড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কুয়াকাটার মহিপুরের নিজামপুর ,সুধীরপুর ,কমরপুর,সহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ৩২ টি গ্রাম। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিবন্ধী এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। গতকাল থেকে এখন পর্যন্ত অনেকে চুলোয় জলেনি উনুন।
[৫] পানিবন্ধী এসব মানুষের বাড়িতে খাবার পৌছে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।অপর দিকে কলাপাড়া পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হালিম ছালেহী জানান ঘূর্নিঝড় ইয়াসের শুরু থেকে কলাপাড়া উপজেলার যে সকল ভেরি বাধ ঝুকিতে রযেছে সেখানে আমাদের দপ্তরের লোক উপস্থিত থেকে বালু ভর্তি জিওব্যাগ ফেলে রক্ষা করার চেষ্টা চলিয়ে যাচ্ছি।