শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড একটি গ্রাম

ফিরোজ আহম্মেদ:[২] ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে টর্নেডোর আঘাতে লন্ড ভন্ড হয়ে গেছে কয়েকটি পরিবার। মঙ্গলবার(২৫মে) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়দের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামটি। ২০ থেকে ২৫ সেকেন্ডের ঝড়ে অতিবিষ্টির মধ্যে আড়মুখী কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্তÍ ১শত মিটারের মত ব্যাস ধারন করে ২কিঃমিঃ লম্বা স্থান ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। অবশ্য পাশ্ববর্তী গ্রামগুলোতে এর কোন প্রকার প্রভাব পড়েনি।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান,টর্নেডো উত্তর-দক্ষিন থেকে মোড় নিয়ে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হয়। কালো রুপ ধারন করে পাকাতে পাকাতে পশ্চিম দিকের কাজুলী গ্রামের দিকে অগ্রসর হয়ে হালকা হয়ে যায়।এতে করে গাছপালা,টিনের ঘরের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র গাছে জড়িয়ে আছে।

[৫] ঝড়ের কবলে পড়ে আজিজ বিশ্বাসের স্ত্রী দেওয়াল চাপা পড়লে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আব্দুর রহিমের পুত্র ফেটুর ২টি শিশু দেওয়াল চাপা পড়লেও তাদেরকে উদ্ধার করা হয়।ঝড়ের কবলে হত-দরিদ্র পরিবারগুলোর ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

[৬]সরেজমিনেগিয়ে,বাবলুশেখ,বিল্লালবিশ্বাস,শাহিনুররহমান,টিপু,ফেটু,আব্দুল্লাহ,জাহিদুল,আইনদ্দি,আকবর,শিমুল,শাহিনুর,আজিজ বিশ্বাস,সলেমান,সিরাজ,আসলাম,ইলিয়াস,আতিয়ার,আয়ুব মন্ডল,আসাদ,হাসানুর।

[৭] দোস্তরআলী,নাসির,গফফার,আলগীরহোসেন,আকরাম,আজিজ মিনের পরিবারের ব্যপক ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়। বুধবার দুপুরে নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রাম পরিদর্শন করেন ঝিনাইদহ -৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।তিনি ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়