শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ; ফাইনাল ১০ অক্টোবর

স্পোর্টস ডেস্ক: [২] ৪ মে একাধিক ফ্রাঞ্চাইজির সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। ব্যস্ত মৌসুমে টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি কোথায় এবং কখন আয়োজিত হবে সেই নিয়ে চলছিল না না জল্পনা। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরেই ফের বসতে চলেছে ভারতের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসবের আসর।

[৩] খবর অনুযায়ী সেপ্টেম্বরের ১৮ বা ১৯ তারিখ নাগাদ সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে আইপিএলের আসর, যা শেষ হবে অক্টোবরের ৯ বা ১০ তারিখ। তিন সপ্তাহের টুর্নামেন্টে প্রায় ১০টি ডবল হেডার (একদিনে দু’টো করে ম্যাচ) করার চিন্তাভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের।

[৪] পিটিআইকে বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্তা জানান, বিসিসিআই সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে এবং সম্ভবত ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টটি পুনরায় চালু হতে পারে। ১৮ তারিখ শনিবার ও ১৯ তারিখ রবিবার হওয়ায়, সপ্তাহান্তেই টুর্নামেন্ট শুরু করতে চায় বোর্ড। সেইভাবেই অক্টোবরের ৯ ও ১০ তারিখ সপ্তাহের শেষ হওয়ায় ওই তারিখেই টুর্নামেন্টের ফাইনাল খেলার চিন্তাভাবনা চলছে। ১০টা ডবল হেডার ও চারটে প্রধান ম্যাচ (দু’টো কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল) সহ মোট আটটি সন্ধ্যাবেলার ম্যাচ অনুষ্ঠিত হবে।

[৫] এক ফ্রাঞ্চাইজি কর্মকর্তাও বিসিসিআইয়ের সঙ্গে এমন কর্থাবার্তা হওয়ার কথা স্বীকার করে নেন। সেই কর্মকর্তা জানান, বিসিসিআইয়ের তরফে আমাদের টুর্নামেন্টের জন্য তৈরি থাকতে বলা হয়েছে। সম্ভাব্য তারিখ হিসাবে আমাদের ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের কথাই বলা হয়েছে। এই সূচি অনুযায়ী ভারতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ড সফর থেকে সোজা আইপিএল খেলতে যাবেন। ম্যাঞ্চেস্টার থেকে দুবাইগামী চাটার্ড বিমানে তাঁদের সাথে ইংল্যান্ডের ক্রিকেটাররাও থাকবেন। - আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়