রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ প্রধান টেড্রোস অ্যাধম গ্রেব্রেইসুস জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বলেছেন কোভিড -১৯ এর চেয়ে আরও সংক্রমণযোগ্য ও মারাত্মক ভাইরাস বিশ্বকে পরবর্তী মহামারীতে নিয়ে যাবে, এমন শঙ্কার যথেষ্ট নিশ্চয়তা পাওয়া গেছে। আরটি
[৩] তিনি বলেন আগামী মহামারীতে ভাইরাসের সংক্রমণ হবে আরো বেশি শক্তিশালী ও মারাত্মক। কোনো ভুল না করার তাগিদ দিয়ে ‘হু’ প্রধান বলেন কোভিড মহামারী বিশে^ সর্বশেষ নয়। ১৯৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টেড্রোস বলেন বিজ্ঞানীরা মূল্যায়ন করেই বলছেন আগামীতে আরো কঠিন ভাইরাসের কবলে পড়বে বিশ্ব।
[৪] ‘হু’ প্রধান বলেন গত তিন সপ্তাহ ধরে কোভিড সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে।
[৫] টেড্রোস বলেন, বিশ্ব কোভিড পরিস্থিতি রয়েছে এক নাজুক অবস্থায় এবং টিকাদানের হার যাই হোক, কোনো দেশ এ ঝুঁকি থেকে বাইরে নয়।
[৬] বিশ্বের ১০টি দেশের ৭৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিতে পারলেও অন্যদেশগুলোর তুলনায় এক্ষেত্রে যে ‘কলঙ্কজনক বৈষম্য’ রয়েছে তা মহামারীকে ‘চিরস্থায়ী’ করে তুলতে পারে। এ শঙ্কা প্রকাশ করে ‘হু’ প্রধান একে ‘ভ্যাকসিন বর্ণবাদ’ বলে অভিহিত করেন।
[৭] তিনি বলেন, বিশ্বের বর্তমান কোভিড ভ্যাকসিনের কার্যকারিতার পরও ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটছে। অর্থাৎ ভাইরাসের স্ট্রেইনগুলো নতুন নতুন রুপান্তর ঘটাচ্ছে এবং এধরনের ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে পুরো কোভিড মহামারী প্রতিরোধ ব্যবস্থা ফের অকার্যকর করে তুলতে পারে এবং আমাদের ফের বিপদের মুখে ঠেলে দিতে পারে।