শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের চেয়ে ভবিষ্যতে ভাইরাস হবে আরো মারণঘাতী, সতর্ক করলেন ‘হু’ প্রধান

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ প্রধান টেড্রোস অ্যাধম গ্রেব্রেইসুস জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বলেছেন কোভিড -১৯ এর চেয়ে আরও সংক্রমণযোগ্য ও মারাত্মক ভাইরাস বিশ্বকে পরবর্তী মহামারীতে নিয়ে যাবে, এমন শঙ্কার যথেষ্ট নিশ্চয়তা পাওয়া গেছে। আরটি

[৩] তিনি বলেন আগামী মহামারীতে ভাইরাসের সংক্রমণ হবে আরো বেশি শক্তিশালী ও মারাত্মক। কোনো ভুল না করার তাগিদ দিয়ে ‘হু’ প্রধান বলেন কোভিড মহামারী বিশে^ সর্বশেষ নয়। ১৯৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টেড্রোস বলেন বিজ্ঞানীরা মূল্যায়ন করেই বলছেন আগামীতে আরো কঠিন ভাইরাসের কবলে পড়বে বিশ্ব।

[৪] ‘হু’ প্রধান বলেন গত তিন সপ্তাহ ধরে কোভিড সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে।

[৫] টেড্রোস বলেন, বিশ্ব কোভিড পরিস্থিতি রয়েছে এক নাজুক অবস্থায় এবং টিকাদানের হার যাই হোক, কোনো দেশ এ ঝুঁকি থেকে বাইরে নয়।

[৬] বিশ্বের ১০টি দেশের ৭৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিতে পারলেও অন্যদেশগুলোর তুলনায় এক্ষেত্রে যে ‘কলঙ্কজনক বৈষম্য’ রয়েছে তা মহামারীকে ‘চিরস্থায়ী’ করে তুলতে পারে। এ শঙ্কা প্রকাশ করে ‘হু’ প্রধান একে ‘ভ্যাকসিন বর্ণবাদ’ বলে অভিহিত করেন।

[৭] তিনি বলেন, বিশ্বের বর্তমান কোভিড ভ্যাকসিনের কার্যকারিতার পরও ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটছে। অর্থাৎ ভাইরাসের স্ট্রেইনগুলো নতুন নতুন রুপান্তর ঘটাচ্ছে এবং এধরনের ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে পুরো কোভিড মহামারী প্রতিরোধ ব্যবস্থা ফের অকার্যকর করে তুলতে পারে এবং আমাদের ফের বিপদের মুখে ঠেলে দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়