শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিনোফার্মের টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
[৩] উদ্বোধনী দিনে টিকা নেবেন ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ এবং মুগদা মেডিক্যাল কলেজের ১ হাজার শিক্ষার্থী।
[৪] ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিঞা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আমাদের শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে চীনের টিকা প্রয়োগ শুরু করবেন। প্রথম দিন ২৫৭ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।’
[৫] টিকা নেয়ার জন্যে প্রস্তুত ঢাকা মেডিক্যাল কলেজের ২০১৬-১৭ সেশনের ছাত্রী সালমা সমতা। নওগাঁর এ কৃতী সন্তান বলেন, দেশের হয়ে চীনের টিকা প্রথম নিচ্ছি আমি। এটা অবশ্যই আনন্দের বিষয়। করোনা প্রতিরোধে সবাইকে টিকা নিতে হবে। আমার মধ্যে তেমন কোনো শঙ্কা-ভয় কাজ করছে না। কারণ মানুষের সেবাই আমাদের কাজ।
[৬] স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ টিকা দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য এক সপ্তাহ এই কার্যক্রম স্থগিত রাখা হবে। এরপর আবার শিক্ষার্থীদের মধ্যে গণহারে টিকাদান শুরু হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব