সুমাইয়া ঐশী: [২] সোমবার পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে ঐ ফিলিস্তিনি দুজন ইসরায়েলিকে ছুরিকাঘাত করেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড আদমের পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পেয়েছেন। তবে আহতদের মধ্যে একজন হলেন ইসরায়েলের বিমান বাহিনীর সদস্য। তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস
[৩] ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলেই ঐ বিমানবাহিনীর সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় পরবর্তী চিকিৎসার জন্য। রয়টার্স
[৪] এনিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে রাস্তায়। ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ঐ ব্যাক্তিই হামলাকারী। তাকে গুলি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল