শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাফনদীর সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৭ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া নয়াপাড়া এলাকার রোহিঙ্গা পারাপারের ঘাট দিয়ে অনুপ্রবেশকালে ৭জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

[৩] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক।তিনি জানান,রোববার(২৩মে) রাত সাড়ে১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন টিডিএস হাসপাতালের পাশ দিয়ে মিয়ানমার হতে দালালদের মাধ্যমে নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কুতপালং ক্যাম্পে আশ্রয় নিতে আসা ফজল করিমের ছেলে আজিজুল হক (৪৪), শালবাগান ক্যাম্পে আশ্রয় নিতে আসা হাবিবের ছেলে শাহ আলম (৫৫), মুসা আলীর ছেলে হোসেন আহমেদ (৬০), লোকমান হাকিমের ছেলে নুর সালাম (৪৭), জাদিমুড়া ক্যাম্পে যেতে আসা ফয়েজ আহমদের ছেলে আবুল হোসেন (৫০), বশির আহমদের ছেলে মুদ্দাছার (২১) এবং লেদা ক্যাম্পে আশ্রয় নিতে আসা রশিদ আহমদের ছেলে সালমান (২১) কে আটক করতে সক্ষম হয়।

[৪] তিনি আরো জানান, অনুপ্রবেশকালে ৭জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।আরআরআরসির সিদ্ধান্তমতে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

[৫] এদিকে স্থানীয়রা জানান,নয়াপাড়ার মিজান, ইমজাদ, নুরু, শাহ আলমের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট এই রোহিঙ্গা পারাপারের ঘাটে জড়িত রয়েছে।স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে তারা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে।

[৬] এ বিষয়ে হ্নীলা ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ শফি বলেন,নাফনদী দিয়ে মাদকের চালান খালাস ও মানব পাচারের কারণে দীর্ঘ ৩-৪ বছর ধরে মাছ শিকার বন্ধ রয়েছে। কিন্তু আমরা নাফনদী নির্ভর জেলেরা মানবেতর দিনযাপন করে আসলেও কারো মাথাব্যথা হচ্ছেনা। এখনো বিভিন্ন সীমান্তে যারা মাদক ও মানব পাচারে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন সচেতন মহল।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়