শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রাদুর্ভাবের আগেই উহানের বিজ্ঞানীরা চিকিৎসা নিয়েছিলেন

রাশিদুল ইসলাম : [২] চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিনজন গবেষক হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছিলেন করোনা প্রাদুর্ভাবের আগেই। যুক্তরাষ্ট্রের একটি অপ্রকাশিত গোয়েন্দা রিপোর্টকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন

[৩] ২০১৯ সালের নভেম্বরে উহানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের খবর মানুষ জানতে পারে। কিন্তু এরও কয়েক মাস আগে ডব্লিউআইভিতে কর্মরত তিনজন গবেষক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

[৪] ওয়াল স্ট্রিল জার্নালের প্রতিবেদনে ডব্লিউআইভির কতজন গবেষক প্রকৃতপক্ষে আক্রান্ত হয়েছিলেন, তাদের আক্রান্ত হওয়ার সময়কাল এবং হাসপাতালে তাদের চিকিৎসা নেয়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে অনুসন্ধান করা যেতে পারে প্রকৃতপক্ষে ওই গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ বৈঠককে সামনে রেখে এই রিপোর্ট প্রকাশিত হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেয়া হবে করোনা ভাইরাসের প্রকৃত উৎস সম্পর্কে তদন্তের পরবর্তী ধাপ কি হবে।

[৫] যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র এ রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছেন, করোনা ভাইরাস মহামারি প্রকৃতপক্ষে কোথা থেকে শুরু হয়েছে, এর উৎস চীন কিনা সে বিষয়ে গুরুতর প্রশ্ন এখনও রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্য কিছু সদস্য রাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্য দিয়ে এই ভাইরাসের উৎস সন্ধানের চেষ্টা হচ্ছে। তাতে কোনো রকম হস্তক্ষেপ বা রাজনীতি থাকবে না।

[৬] করোনা ভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব নিয়ে মার্চে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, নরওয়ে, কানাডা, বৃটেন ও অন্যান্য দেশ। তারা এ বিষয়ে আরো তদন্ত দাবি করেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ের মানুষ, পশু ও এ সংক্রান্ত অন্যান্য তথ্যের পূর্ণাঙ্গ প্রাপ্তি দাবি করেছে। এক্ষেত্রে চীনের পক্ষ থেকে অধিকতর সহযোগিতা ও স্বচ্ছতা দাবি করেছে ওয়াশিংটন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রোববার কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।

[৭] চীন বরাবরের মত দেশটি থেকেই করোনাভাইরাস সংক্রমণের অভিযোগ অস্বীকার করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়