শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন প্রদানের ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছে, তাতে আমাদের আপত্তি নেই: রোজিনার আইনজীবী

মিনহাজুল আবেদীন: [২] রোববার (২৩ মে) সিএমএম কোর্টে রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবদিকদের বলেন, ন্যায় বিচারের স্বার্থে যদি এই আদেশ হয়, তবে তাকে আমরা স্বাগত জানাই।

[৩] তিনি বলেন, আদালত বাচনিক আদেশ দিয়েছেন। এখন আদেশের লিখিত কপি পাওয়ার পর সেটি কারাগারে যাবে। আইনগত বাধা না থাকলে তিনি আজই কারাগার থেকে মুক্তি পাবেন।

[৪] তিনি বলেন, জামিন পরবর্তী মামলার কার্যক্রম বাদী ও বিবাদীর ওপর নির্ভর করবে। বাদীর পদক্ষেপকে কেন্দ্র করে রোজিনা ইসলাম যেমন পদক্ষেপ নিতে চান আইনজীবীরা সেই অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় অগ্রসর হবেন।

[৫] রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, রোজিনার পার্সপোট জমা দেয়ার কথা বলছে আদালত। যেন তিনি বিদেশ না যেতে পারেন। তার সব কিছু এখন তদন্তের মধ্যে আছে। তাই পাসপোর্ট জমা দিলে আমাদের কোনও আপত্তি নেই।

[৬] এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তদন্তে যেই নির্দোষ বা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয়। এটা প্রত্যাহারের দায়িত্ব যারা মামলা করেছে তাদের। এছাড়া মামলা প্রত্যাহার করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

[৭] তিনি বলেন, মামলা যখন হয়েছে এটা প্রত্যাহার না করে তদন্ত করাটাই বড় কথা।

[৮]  সিএমএম কোর্টে  আদালত ৫ হাজার টাকা মুচলেকায় সাংবাদিক রোজিনা ইসলামের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন। এছাড়া জামিনের জন্য তার পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। সময়টিভি

সম্পাদনা: মহসীন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়