অহিদ মুুকুল: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. রাসেলকে (৪৩) আটক করেছে পুলিশ।
সে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে হামলা মামলার প্রধান আসামি সে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ সুপার মো: আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।