আফরোজা সরকার:[২] রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ'র বাবা বিশিষ্ট সাংবাদিক রশীদ বাবু ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার (২২ মে) ভোর ৫টা২০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
[৩] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্য, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।মরহুমের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হয়।
[৪] বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।রশীদ বাবু সত্তর দশকে সাংবাদিকতা শুরু করেন। জনপ্রিয় বিনোদন কাগজ চিত্রালী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে লেখালেখির শুরু। এরপর দৈনিক দিনকাল, বাংলাবাজার, ঢাকার ডাকসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন।
[৫] সবশেষ তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকার ডাক পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ছিলেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
[৬] এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেস ক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেেবী সংগঠন শোক প্রকাশ করেছেন।