শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবুর ইন্তেকাল

আফরোজা সরকার:[২] রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ'র বাবা বিশিষ্ট সাংবাদিক রশীদ বাবু ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার (২২ মে) ভোর ৫টা২০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

[৩] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্য, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।মরহুমের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হয়।

[৪] বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।রশীদ বাবু সত্তর দশকে সাংবাদিকতা শুরু করেন। জনপ্রিয় বিনোদন কাগজ চিত্রালী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে লেখালেখির শুরু। এরপর দৈনিক দিনকাল, বাংলাবাজার, ঢাকার ডাকসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন।

[৫] সবশেষ তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকার ডাক পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ছিলেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

[৬] এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেস ক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেেবী ​সংগঠন শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়