রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] শুক্রবার (২১ মে) রাতে সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর ও ১ নম্বর রোড থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন প্রকাশ গাঁজা জাকির (৩৩), রিতা আক্তার (২২) ও বিবি হনুফা (৪৫)।
[৫] সম্পর্কে জাকির ও রিতা স্বামী-স্ত্রী। আর হনুফা জাকিরের শাশুড়ি। স্বামী-স্ত্রী ও শাশুড়ির এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আগ্রাবাদ আবাসিক এলাকায় ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা করে আসছে।
[৬] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ক্রেতা সেজে যোগাযোগ করে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আগ্রাবাদ সিডিএ ১ নম্বর রোড বলিরপাড়া আমিনুল হক মেম্বারের বাড়ির সালাউদ্দিনের ২য় তলার বাসা থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
[৭] জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জাকির জানায়, বাইরের অন্য মানুষ নিয়ে এই ব্যবসা বিপজ্জনক। তাই তারা জামাই, বউ আর শাশুড়ি মিলে এই ব্যবসা করছে। জামাই জাকির গাঁজা কিনে আনে। বউ আর শাশুড়ি সেগুলো বিক্রি করে। জামাই গ্রেফতার হলে শাশুড়ি ঢাকায় গিয়ে হাইকোর্ট থেকে গত এক বছরে তিনবার জামিন করিয়ে আনেন। জাকির আগে ফেনসিডিল বিক্রি করতো। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি