শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধবিরতি নয়!ফিলিস্তিনিদের স্থায়ী স্বাধীনতা ফিরিয়ে দেযার আহবান! মানববন্ধনে বক্তারা

মুহাম্মদ দেলোয়ার: [২] যুদ্ধবিরতি নয়!ফিলিস্তিনিদের স্থায়ী স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেয়ার বিশ্বনেতাসহ আন্তর্জাতিক সংস্থার প্রতি আহবান জানান বক্তারা।

[৩] আজ শুক্রবার (২১ মে) বাদে জুমা রোশাই পাড়া জামে মসজিদ সংলগ্নে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার উদ্যোগে ফিরিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এ আহবান জানান।

[৪] সংগঠনের সভাপতি এয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক মুবিনুর রশিদ ও আরিফুর রহমানের সঞ্চারনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য আবু তাহের মেম্বার,ইসলামী ফ্রন্টের নেতা ছানাউল্লাহ,যুবলীগের নেতা আবদুল মোতালেব বাবুল, ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, ওয়াহিদ হোসেন সুমন, ইব্রাহিম হোসাইন প্রমুখ।

[৫] আরো উপস্থিত ছিলেন, শফিউল আলম,আহমদুর রহমান,আকতার হোসাইন,দুলা মিয়া সওদাগর, রফিক মাস্টার,জাকির হোসেন,রাসেল সওদাগর, তাজু সওদাগর, কামাল আহমদ সাইফু,এম.আর মামুন,আবু আহাদ,কামাল হোসেন আরাফাত, আবদুল্লাহ আল জাবেদ, ইউনুস প্রমুখ।

[৬] বক্তারা বলেন, জেরুজালেম হলো ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের জন্য পবিত্র স্থান ছিল। ইহুদিরা সেটি দখল করার পর সেখানে সহিংসতা ও উগ্রতা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বর্বরতা শেষ করতে হলে ফিলিস্তিনিদের তাদের অধিকার ফিরিয়ে দেয়া ছাড়া কোন উপায় নেই। জেরুজালেমে স্থায়ী শান্তি ও প্রশান্তি অর্জনের জন্য, যেখানে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের অপরিহার্য ধর্মীয় প্রতীক রয়েছে। শান্তির জন্যে প্রত্যেককে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে।সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়