শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সুপার লিগের বাকি অংশ হবে আবুধাবি স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক : [২] আগামী জুনে আয়োজিত হবে আবুধাবিতে। বৃহস্পতিবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৩] ২৪ ঘণ্টা আগেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আয়োজনকে ঘিরে ছিল ঘোর শঙ্কা। কারণ, সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় পাচ্ছিল না পিসিবি। ফলে ছয় ফ্র্যাঞ্চাইজি ও অফিশিয়ালদের পাকিস্তান থেকে যাত্রা করার সূচি পিছিয়ে দিতে বলা হয়েছিল। আর যেহেতু আগামী ১ জুন থেকে পিএসএল ফের মাঠে গড়ানোর কথা রয়েছে, তাই সময় স্বল্পতায় আসরটি আরেক দফা স্থগিতের সম্ভাবনাও জোরালো হয়েছিল। তবে রাত পোহাতেই কেটে গেছে সব অনিশ্চয়তা।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, যেসব বিষয়ে অনুমোদন ও ছাড় পাওয়া নিয়ে ঝামেলা লেগেছিল, সেগুলো তারা পেয়ে গেছে আরব আমিরাত সরকারের কাছ থেকে। তাই অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিএসএল আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানাবে তারা। পাশাপাশি সবকিছু চূড়ান্ত করতে খুঁটিনাটি বিষয় নিয়েও হবে আলোচনা। তবে এটা প্রায় নিশ্চিত যে, পিএসএলের সূচিতে বদল আসবে।

[৫] করোনাভাইরাসের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে আরব আমিরাতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিয়মটি শিথিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে পিএসএল আয়োজকরা। এই দেশ দুটি থেকে আসরটি সম্প্রচারের সঙ্গে জড়িত যেসব স্টাফ আবুধাবিতে যাবেন, তাদের নিতে হবে ভাড়া করা বিমানে। তাদেরকে খেলোয়াড়দের থেকে আলাদা হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে ১০ দিন।

[৬] ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ অবশ্য সাত দিন। তিনটি আলাদা হোটেলের প্রতিটিতে থাকতে পারবে দুটি করে দল। - ডেইলিস্টার/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়