শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: মানসিক স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য

আহসান হাবিব: আপনি যখন কারও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন, তখন সে আপনার বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। ধরুণ আপনি ইতিহাস নিয়ে বললেন, সে একজন হিস্টেরিক, সঙ্গে সঙ্গে সে মারমুখী হয়ে উঠতে পারে। হয়তো সে জানে না হিস্টেরিক বলতে আসলে কি বুঝায়। আর যদি তাকে সাইকোটিক বলে ফেলেন, তাহলে তো রক্ষা নেই, আপনাকে আঘাত করে বসতে পারে। তাই ফ্রয়েড যখন তার বিখ্যাত মনঃবিশ্লেষণ বিষয়ে কাজ শুরু করলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার শত্রু গজিয়ে উঠছে। কেননা মনঃবিশ্লেষণ মানুষের মনের সত্যকে চোখের সামনে মেলে ধরে। যারা ধর্মান্ধ, তারা ঠিকই বিশ্বাস করে যে চাঁদ দ্বিখণ্ডিত কিংবা সেখানে সাঈদীর মুখ দেখা গেছে- এটা নিয়ে আপনি যদি বলেন এটা সাইকোটিক রোগের লক্ষণ, ধর্মান্ধরা আপনাকে তেড়ে আসবে, আপনাকে নাস্তিক বানিয়ে ছাড়বে। যারা নিজের যে কোনো কাজ কিংবা ধর্মকে সেরা বলে দাবি করে- তাহলে তার অবসেসিভ ডিজঅর্ডার আছে, কিন্তু একথা বললে আপনার গালমন্দ কিংবা খুনও হতে পারেন।

ফেসবুকে একধরনের মানুষ তার পছন্দের নয়- রাজনৈতিক কিংবা আদর্শিক বা অন্য কোনো কারণে- তাদের যে কোনো কাজকে তুচ্ছতাচ্ছিল্য করছে, আবার তার সঙ্গে মতের মিল থাকলে তার প্রশংসায় মেতে উঠছে। ধরুন, এখন ইজরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যদি কেউ এটা নিয়ে মুসলিম বিশ্বের অনৈক্য নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আপনাকে সে ইহুদি, দালাল বলবে এবং আপনি যদি ইহুদিদের গালমন্দ করেন সে খুব খুশি হবে। এই দলের মানুষেরা সব সময় চায় সকলেই তার পক্ষে থাকুক। আপনি তখন যদি তাকে মানসিক রোগী বলেন, সে আপনাকে তেড়ে আসবে। এইসব মানুষ নিয়ে আমাদের পৃথিবী। প্রতিটি মানুষই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত...। লেখক :  উপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়