শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফিফটিতে তামিমদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল মাহমুদউল্লাহরা

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে লাল দলকে ২৮৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে সবুজ দল।

[৩] প্রাথমিক দলের ২২ জন খেলোয়াড়কে লাল ও সবুজ দলে ভাগ করা হয়েছে। সবুজ দলের অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল।

[৪] প্রস্তুতিমূলক ৪৫ ওভারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সবুজ দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার স্বেচ্ছাবসরে যান। নাঈম শেখ ৪৮ ও সৌম্য সরকার ৪২ রান করেন, যদিও ইনিংসের শুরুতেই ২ রান করে রান আউট হয়েছিলেন সৌম্য সরকার। আউট হলেও তাকে ব্যাটিং চালিয়ে যেতে বলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

[৫] সৌম্য ও নাঈমের স্বেচ্ছাবসরের পর ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন ছুটি কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান, তবে সেটা দীর্ঘ করতে ব্যর্থ হন তিনি। মাহেদি হাসানের বলে আউট হওয়ার আগে ২০ বল খেলে করেন ২৭ রান, ৩ রান করে আউট হন মোহাম্মদ মিথুনও।

[৬] স্বেচ্ছা অবসরে গেলেও আবার ব্যাটিংয়ে নামেন সৌম্য। ৭০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৫৪ বলে ৬২ রান। আফিফ হোসেন ধ্রুব করেন সমান ৫৪ বলে ৬৪ রান।

[৭] লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

[৮] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

[৯] সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়