শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফিফটিতে তামিমদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল মাহমুদউল্লাহরা

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে লাল দলকে ২৮৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে সবুজ দল।

[৩] প্রাথমিক দলের ২২ জন খেলোয়াড়কে লাল ও সবুজ দলে ভাগ করা হয়েছে। সবুজ দলের অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল।

[৪] প্রস্তুতিমূলক ৪৫ ওভারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সবুজ দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার স্বেচ্ছাবসরে যান। নাঈম শেখ ৪৮ ও সৌম্য সরকার ৪২ রান করেন, যদিও ইনিংসের শুরুতেই ২ রান করে রান আউট হয়েছিলেন সৌম্য সরকার। আউট হলেও তাকে ব্যাটিং চালিয়ে যেতে বলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

[৫] সৌম্য ও নাঈমের স্বেচ্ছাবসরের পর ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন ছুটি কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান, তবে সেটা দীর্ঘ করতে ব্যর্থ হন তিনি। মাহেদি হাসানের বলে আউট হওয়ার আগে ২০ বল খেলে করেন ২৭ রান, ৩ রান করে আউট হন মোহাম্মদ মিথুনও।

[৬] স্বেচ্ছা অবসরে গেলেও আবার ব্যাটিংয়ে নামেন সৌম্য। ৭০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৫৪ বলে ৬২ রান। আফিফ হোসেন ধ্রুব করেন সমান ৫৪ বলে ৬৪ রান।

[৭] লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

[৮] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

[৯] সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়