শিরোনাম
◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান ◈ দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীতে নিহত ৫

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফিফটিতে তামিমদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল মাহমুদউল্লাহরা

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে লাল দলকে ২৮৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে সবুজ দল।

[৩] প্রাথমিক দলের ২২ জন খেলোয়াড়কে লাল ও সবুজ দলে ভাগ করা হয়েছে। সবুজ দলের অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল।

[৪] প্রস্তুতিমূলক ৪৫ ওভারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সবুজ দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার স্বেচ্ছাবসরে যান। নাঈম শেখ ৪৮ ও সৌম্য সরকার ৪২ রান করেন, যদিও ইনিংসের শুরুতেই ২ রান করে রান আউট হয়েছিলেন সৌম্য সরকার। আউট হলেও তাকে ব্যাটিং চালিয়ে যেতে বলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

[৫] সৌম্য ও নাঈমের স্বেচ্ছাবসরের পর ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন ছুটি কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান, তবে সেটা দীর্ঘ করতে ব্যর্থ হন তিনি। মাহেদি হাসানের বলে আউট হওয়ার আগে ২০ বল খেলে করেন ২৭ রান, ৩ রান করে আউট হন মোহাম্মদ মিথুনও।

[৬] স্বেচ্ছা অবসরে গেলেও আবার ব্যাটিংয়ে নামেন সৌম্য। ৭০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৫৪ বলে ৬২ রান। আফিফ হোসেন ধ্রুব করেন সমান ৫৪ বলে ৬৪ রান।

[৭] লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

[৮] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

[৯] সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়