শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে জঙ্গি সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- সাব্বির হোসেন ওরফে সাব্বির (২১)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, চলতি বছরের ৩০ এপ্রিল আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে সাব্বিরের বিষয়ে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুরের হোতাপাড়া এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার কার হয়।

[৪] গ্রেপ্তারকৃতের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের এই কর্মকর্তা জানান, সাব্বির এইচএসসি পর্যন্ত লেখাপড়া করে জয়দেবপুরের একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত ছিলেন। তিনি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছিলেন।

[৫] সাব্বির আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করছিলেন। তার মোবাইল ফোনসেট থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার প্রচারণার প্রমানাদি জব্দ করা হয়েছে। সব্বির সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬টি বিভিন্ন গ্রুপের এ্যাডমিন হিসেবে উগ্রবাদী কার্যক্রম চালােিচ্ছলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়