শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের হয়ে খেলা বিশেষ অনুভূতির, বললেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে ছোট বিরতির পর লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কাটার মাস্টার। জাতীয় দলের জার্সিতে ফিরেই দারুণ অনুভূতি কাজ করছে মোস্তাফিজের। ঘণ্টাখানেক আগে সেই অনুভূতি নিজের ফেসবুক ভাগাভাগি করেছেন বাঁহাতি পেসার।

আইপিএল খেলতে গিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মোস্তাফিজ। মঙ্গলবার ১২ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে ফেরাটা একদমই মধুর হয়নি তার। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির বাগড়ায় ঠিকমতো অনুশীলন করতে পারেননি তিনি। বৃষ্টি নামার আগে-পরে মিলিয়ে ২০ মিনিটের মতো অনুশীলন করতে পেরেছেন মোস্তাফিজ।

তবে যতক্ষণ মাঠে ছিলেন উজ্জ্বীবিত মোস্তাফিজকেই দেখা গেছে। মাঠে সতীর্থদের সঙ্গে নানা খুনসুটি করেছেন। কিছুক্ষণ ফুটবল খেলেই বৃষ্টির বাগড়ায় মোস্তাফিজের প্রথম দিনের অনুশীলন শেষ হয়। জাতীয় দলে ফিরে শিহরিত মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা সব সময় বিশেষ অনুভূতির জন্ম দেয়।’

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাকিব-মোস্তাফিজদের অনুশীলন শুরু হবে। আরও একদিন অনুশীলন করে শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে গত ৬ মে দেশে ফেরেন মোস্তাফিজ। ফেরার পর হোটেলে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গিয়েছিলেন তিনি। কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়