শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজউকের ঝিলমিল ফ্ল্যাট প্রকল্পের কাজ শুরু, শনিবার চেয়ারম্যান পরিদর্শনে যাবেন

সুজিৎ নন্দী: [২] কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উত্তরা ফ্ল্যাট প্রকল্পের পরে এটি হবে দেশের দ্বিতীয় বহুতল ভবন বিশিষ্ট আবাসন প্রকল্প। ১৬০ একর জমিতে প্রায় ১৪ হাজার ফ্ল্যাট ‘ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক’ প্রকল্পের আওতায় নির্মাণ হবে।

[৩] রাজউকের নতুন চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, কাজ শুরু হয়ে গেছে। মাটির গুণগত মান পরীক্ষা, পাইলিং এর জায়গা নিধারণের কাজ শুরু হয়েছে। শনিবার ঝিলমিলের এই প্রকল্প এলাকায় আমরা যাবো।

[৪] সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে মালয়েশিয়ার ‘বিএনজি গ্লোবাল হোল্ডিংস অ্যান্ড কনসোর্টিয়াম’। ২০২৩ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা। কিন্তু কাজের অগ্রগতি দেখে রাজউকের প্রকৌশল বিভাগ জানায়, ২০২৫ বা ২০২৬ সালের আগে শেষ হবার কথা নয়। ২০১৭ সালের নভেম্বরে বিএনজির সঙ্গে চুক্তি করেছিল রাজউক।

[৫] জানা যায়, ঝিলমিল আবাসিক এলাকায় ৮৫টি ভবন নির্মাণ করবে বিএনজি। ভবনগুলোর মধ্যে ৬০টি হবে ২০ তলা (সেমি বেসমেন্টসহ) ও ২৫টি হবে ২৫ তলার (বেসমেন্টসহ)। মোট তিনটি শ্রেণিতে ফ্ল্যাট হবে ১৩ হাজার ৭২০টি।

[৬] ‘এ’ শ্রেণির ১ হাজার ৫৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট হবে ৯ হাজার ১২০টি, ‘বি’ শ্রেণির ১ হাজার ৭৫০ বর্গফুটের হবে ২ হাজার ৫৭৬টি এবং ‘সি’ শ্রেণির ২ হাজার ৪শ’ বর্গফুটের ফ্ল্যাট হবে ২ হাজার ২৪টি।

[৭] রাজউকের প্রকল্প সূত্র জানায়, বুড়িগঙ্গা নদীর ওপর চীন-বাংলাদেশ মৈত্রী সেতু থেকে দুই কিলোমিটার পশ্চিমে এই প্রকল্প। এর পাশ দিয়ে গেছে ঢাকা-মাওয়া মহাসড়ক। তা ছাড়া ঢাকা শহরে যাতায়াতের জন্য একটি ফ্লাইওভার নির্মাণেরও পরিকল্পনা আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়