শিরোনাম
◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দা পেসক্লাবের সভাপতি আনিস ও সাধারণ সম্পাদক মাহফুজ নির্বাচিত

হারুন-অর-রশীদ : [২] জেলার নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২১-২২ নির্বাচন সম্পন্ন হয়েছে।

[৩] সোমবার (১৭ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ২২ জন সদস্যের মধ্যে ২১ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

[৪] এ‌তে দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি বোরহান আনিস ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার সিরাজুল ইসলাম পান ৭ ভোট।

[৫] অপর দিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায়দিনের নগরকান্দা উপ‌জেলা প্রতিনিধি মাফফুজুর রহমান ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খবরপত্রের মোঃ বেলায়েত হোসেন লিটন পান ৮ ভোট ও দৈনিক যুগান্তরের মিজানুর রহমাব বাবু পান ২ ভোট।

[৬] এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলো'র মিজানুর রহমান ঠাকুর, বাংলা টিভির নজরুল ইসলাম নির্বাচিত হন।

[৭] এছাড়া সহ-সম্পাদক পদে দৈনিক নবরাজ'র শামীম হোসেন, অর্থ সম্পাদক পদে সময়ের আলো'র মিজানুর রহমান মোল্লা ও দপ্তর সম্পাদক পদে কিউ টিভির প্রতিনিধি শফিকুল খান জনি নির্বাচিত হন।

[৮] কার্যকরী সদস্য পদে আনন্দ টিভির মোঃ মনিরুজ্জামান তুহিন, দৈনিক ফতেহাবাদের ইয়াসিন মিয়া ও মোহনা টিভির মুইদুল ইসলাম লিখন নির্বাচিত হন।

[৯] নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক কে,এম সাইয়েদুর রহমান বাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়