সুমাইয়া ঐশী: [৩] নেপালে বর্তমানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিকে মহামারি শুরুর সময় থেকে মোট সংক্রমণের ২০ শতাংশই শনাক্ত হয়েছে গত ১০ দিনে। এ পরিস্থিতিতে নিজেদের দেশের সংক্রমণ ঠেকাতে বসন্ত মৌসুমের আরোহণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন। যদিও এর আগে দেশটি ঘোষণা দিয়েছিলো, নেপালের সঙ্গে সীমান্ত বরাবর এভারেস্টে একটি বিভাজন রেখা স্থাপন করা হবে। সিএনএন
[৪] এনিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়, আমরা এই করোনার ভয়াবহতার মধ্যে শেরপা বা আরোহণকারীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। এভারেস্টের চূড়ার কাছাকাছি গিয়ে সংক্রমণের কারণে তারা অসুস্থ হয়ে মারাও যেতে পারেন। এজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফক্স নিউজ সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল