শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হকি লিগ ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

স্পোর্টস ডেস্ক: [২] প্রায় তিন বছর ধরে ঢাকা প্রিমিয়ার হকি লিগ মাঠে দেখা যায় না। সর্বশেষ ২০১৮ সালে লিগটি অনুষ্ঠিত হলেও শেষ হয়নি। সে বছর ৭ জুন মোহামেডান-মেরিনার্স ম্যাচে গোলমালের কারণে লিগ থেমে যায় মাঝপথে। ৫ মাস পর ২০১৮ সালের ৩০ অক্টোবর মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে হকি ফেডারেশন। এরপর থেকে করোনায় লিগ বন্ধ আছে।

[৩] করোনাকাল শেষে প্রায় সব খেলা মাঠে ফিরলেও হকি ফেরেনি। এবার মাঠে হকি ফেরাতে উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪] মাঠে হকি ফেরাতে ফেডারেশন বারবার চেষ্টা করলে ক্লাবগুলো দাবি করে, লিগে খেলার জন্য কিছু আর্থিক অনুদান দিতে হবে। এরপর ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ফেডারেশন সভাপতি বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সেসময় লিগ আয়োজনে ফেডারেশনকে এক কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এবার ঈদুল ফিতরের আগেই সেই টাকা হকি ফেডারেশনের হাতে এসে পৌঁছেছে।

[৫] প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে হকি ফেডারেশন খুবই আনন্দিত। এখন তারা মাঠে হকি ফেরানোর চেষ্টা করবেন। ফেডারেশন সভাপতি বর্তমানে ওয়াশিংটনে আছেন। ২৯ মে তার ঢাকায় ফেরার কথা। তিনি ফিরলে ১২টি প্রিমিয়ার লিগের ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পুরো এক কোটি টাকাই ক্লাবগুলোকে দেওয়া হবে নাকি একটা বড় অংশ দেওয়া হবে, তা ঠিক হয়নি। এখন দ্রুত লিগ শুরু করাই ফেডারেশনের লক্ষ্য। - কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়