মাহফুজুর রহমান: ঝিনাইদহে ঈদের দিন বাস চাপায় রাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকাল ৫টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের নওদাগাঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের ট্রাক চালক রাকিব হোসেন তার সহকারীকে নিয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।
পথিমধে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রাকিব রাস্তায় ছিটকে পড়লে বাসটি রাকিবকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব নিহত হন। আহত হয় তার সহকারী আরাফাত।