শিরোনাম
◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ ◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার?

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’ শিক্ষার্থীর মৃত্যু, আহত-১

আসাদুজ্জামান: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক ভাটা শ্রমিক। শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলা সদরের গোলাখালি শ্মশান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৬) এবং একই গ্রামের সাঈদ মোড়লের ছেলে ও প্রতাপনগর এ.পি.এস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিয়াজ মোড়ল ওরফে শাহীন (১৮)।

এদিকে, আহত ভাটা শ্রমিকের নাম গোলাম রসুল (২২)। সে নাসিমাবাদ গ্রামের মোস্তফা ঢালীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গোলাম রসুল জানান, তিনি শ্যামনগরে এক আত্মীয়ের বাড়ি থেকে মোটর সাইকেলে তৌহিদ ও রিয়াজকে নিয়ে শনিবার বিকালে কালীগঞ্জ কাঁকশিয়ালী ব্রীজের নীচ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোলাখালি শ্মশানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদ ও রিয়াজকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়