রিয়াদ ইসলাম : [২] ঈশ্বরদী বাসের ধাক্কায় আজিজুল হক প্রামানিক (৪৬) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
[৩] আজিজুল সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী সরদার পাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রামানিকের ছেলে।
[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে আজিজ ঈশ্বরদী বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বহরপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে তিজার পরিবহণ সার্ভিসের একটি বাস জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়।
[৫] স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
[৬] ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, তিজার পরিবহণ নামে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পরপরই চালক ও তার সহযোগী বাস ফেলে রেখে পালিয়ে যান৷ সম্পাদনা : টিএম হুদা