শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসানের সারপ্রাইজের ঘোষণা, অপেক্ষায় মিথিলা!

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। বলা যায়, গেলো বছর তাদের বিবাহ বিচ্ছেদ হলেও অটুট ছিলো তাদের বন্ধুত্বের সম্পর্ক। এর আগে তাহসানের পোস্টের কমেন্ট বক্সে মিথিলাকেও মন্তব্য করতে দেখা গেছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পর পর স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিলেন এই দুই তারকা।

বুধবার রাতে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তিনি। পরক্ষণেই ফেসবুকে একটি পোস্ট দেন মিথিলা। এরপরই তাহসান-মিথিলার মন্তব্য ঘিরে অনুরাগীদের আগ্রহের সৃষ্টি হয়।

তাহসানের সারপ্রাইজের ঘোষণা, অপেক্ষায় মিথিলা!

বুধবার রাত ৯টা ১৯ মিনিটে স্ট্যাটাস দিয়ে তাহসান লিখেছেন, ‘শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে’। এর ঠিক কিছুক্ষণ পর অর্থাৎ ১০টা ১৬ মিনিটে স্ট্যাটাস দিয়ে মিথিলা লিখেছেন, ‘সত্যি! আমি সারপ্রাজটির জন্য অপেক্ষা করছি।’

গৌরাঙ্গি বিশ্বাস নামে একজন লিখেছেন, ‘এটা তাহসান ভাইয়ের স্ট্যাটাস এর রিপ্লাই দিয়েছে মিথিলা আপু! কি হাইস্যকর ব্যাপার তাই না। রিয়াজুল হক লিখেছেন, ‘ভবিষ্যতবাণী করে রাখি। তাহসান বিয়ে করতেছে। দেখি ঝড়ে বক মরে কিনা!’ মহিউদ্দিন আহমেদ মহি লিখেছেন ‘পোস্ট দেওয়ার ১ ঘণ্টার মধ্যেই জবাব! এমন এক্স কয়জনের জোটে ভাই!’

এদিকে এদিকে মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। বাদ ছিলো শুধু সিনেমায় কাজ। অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবিতে মিথিলার বিপরীতে আছেন নিরব। সম্প্রতি ‘অমানুষ’ ছবির পয়লা পোস্টারে সামনে এসেছে।

অন্যদিক ওয়েব সিরিজ, সিনেমা ও নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে ঘর বাঁধেন তাহসান-মিথিলা। আইরা তেহরীম খান এই দম্পতির একমাত্র সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান-মিথিলা। ৬ ডিসেম্বর রাফিয়াত রশিদ মিথিলা-কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির বিয়ে হয়। তবে তাহসান-মিথিলা ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও মেয়ে আইরার কারণে যোগাযোগ হয় তাদের। তবে সেটা একান্তই ব্যক্তিগত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়