শিরোনাম
◈ অ‌নেক লড়াই ক‌রে এক গো‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ  ◈ যে কারণে খুন হয় জবি ছাত্রদল নেতা জোবায়েদ, জানাগেল আরও চাঞ্চল্যকর তথ্য! ◈ ক্রিকেটার‌দের সংগঠন কোয়াব থেকে স‌রে দাঁড়া‌লেন পাইলট ◈ আফগা‌নিস্তা‌নের অ‌ধিনায়ক র‌শিদ খান পাকিস্তান নিয়ে বিরক্ত, এবার বয়কট করছেন পিএসএল!  ◈ ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনা‌লে ইংল্যান্ড ◈ বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ জন আটক ◈ অগ্নিকাণ্ডের পর বিকল্প গেট দিয়ে আমদানি পণ্য খালাস কার্যক্রম চালু করল কাস্টমস ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চূড়ান্ত নয়, খসড়া তৈরিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কমিশন ◈ ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন ◈ জবি শিক্ষার্থী জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাসের আমাকে পিঠে শক্ত করে বেঁধে কাজে যেতেন মা: শাবানা আজমি

অনলাইন ডেস্ক: আত্মজীবনী লিখেছিলেন শওকত। সেই আত্মজীবনীর রিভিউ লিখেছেন অমর্ত্য সেন। শাবানা জানান, মা এত খুশি হয়ে পড়েছিলেন যে নিজের জন্য ১৬ খানা শাড়ি কিনে ফেলেছিলেন। তিনি যোগ করেন, "আমি অবাক হয়ে মা'কে বললাম, এরকম তো আমিও কোনওদিন করিনি। মা উত্তর দিলেন, 'অমর্ত্য সেনও তোমাকে এখনও পর্যন্ত প্রশংসা করেননি।"

শওকত কাইফি, যাকে তামাম বলিউড চিনত শওকত আপা হিসেবে। একদিকে থিয়েটার কর্মী, গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত, অন্যদিকে সেলুলয়েডেও ছিল তাঁর অনায়াস যাতায়াত। মেয়ে শাবানা আজমিও সমাজে সুপ্রতিষ্ঠিত। তাঁর অভিনয় গুণে মুগ্ধ দর্শক। মা’কে নিয়েই এক সংবাদমাধ্যমে স্মৃতি চারণে শাবানা।

সাবেকি আর আধুনিকতার মেল বন্ধন ছিলেন মা, জানাচ্ছেন শাবানা। তাঁর কথায়, “আব্বা কাইফি আজমি’র সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু মায়ের সঙ্গে ভীষণভাবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলাম আমি। যদিও শেষের কয় বছরে মা-ই আমার সন্তান হয়ে যান।”


আত্মজীবনী লিখেছিলেন শওকত। সেই আত্মজীবনীর রিভিউ লিখেছেন অমর্ত্য সেন। শাবানা জানান, মা এত খুশি হয়ে পড়েছিলেন যে নিজের জন্য ১৬ খানা শাড়ি কিনে ফেলেছিলেন। তিনি যোগ করেন, “আমি অবাক হয়ে মা’কে বললাম, এরকম তো আমিও কোনওদিন করিনি। মা উত্তর দিলেন, ‘অমর্ত্য সেনও তোমাকে এখনও পর্যন্ত প্রশংসা করেননি।”

ওই সময় দাঁড়িয়েও শওকত ছিলেন সাবলম্বী। পৃথ্বী থিয়েটারে অভিনয় করতে যাওয়ার সময় চার মাসের শাবানাকে পিঠে বেঁধেই কাজে রওনা হতেন তিনি। ৩ বছর বয়স থেকেই মায়ের সঙ্গে সঙ্গে থিয়েটারের ট্যুরে যেতেন শাবানা। ঘুমিয়ে পড়তে ব্যাকস্টেজে। ঘুম ভাঙত গ্রিজের গন্ধ গায়ে মেখে।

২০১৯ সালে ৯৩ বছর বয়সে প্রয়াত হন ওই কিংবদন্তী শিল্পী। শোকের ছায়া নেমেছিল বলিউডে। ভেঙে পড়েছিলেন শাবানা। তিনি তো শুধু তাঁর মা ছিলেন না। ছিলেন সঙ্গী, সন্তান, ভরসার আবাসস্থল। - সূত্র: টিভি নাইন বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়