শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মায় মাইক্রোবাসটি উদ্ধার হলেও চালক নিখোঁজ

মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এসময় মাইক্রোবাসটি চালকসহ পানিতে ডুবে যায়।

[৩] মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটিতে চালক ছাড়া কোন যাত্রী ছিলো না।

[৪] বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটি স্থানীয় উপজেলা ও জেলা প্রশাষনের সহযোগীতায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাইক্রোবাসটি উদ্ধার করতে পারলেও চালককে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

[৫] এবিষয়ে জানতে চাইলে পাটুরিয়া ঘাটের এজি এম মেরিন (সহকারী মহাব্যাবস্থাপক) আব্দর ছাত্তার বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় এসে থেমে গিয়ে আবার কালবৈশাখী ঝড় এসে ৫নং ফেরি ঘাটের পল্টনের ৬-৭ টি (সবগুলো তার) তার ছিড়ে গিয়ে প্রায় সাড়ে তিন ফুট দুরে নদীতে পল্টন চলে যায়। তখন মাইক্রোবাসটি ৫ নং ফেরি ঘাটের পল্টনে অবস্থান করছিল। তখনই এই দূর্ঘটনা ঘটে।

[৬] রাজবাড়ীর ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছাই এবং পাটুরিয়া ঘাটে ডুবুরি দলকে জানালে তারা এসে ঘটনা স্থলে পৌঁছালে আমরা উদ্ধার অভিযান চালিয়ে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাইক্রোবাসটিকে বেলা দেরটার দিকে উদ্ধার করি। যতটুকু জানতে পেরেছি যে, মাইক্রোবাসটিতে চালক ব্যতিত অন্য কোন লোক ছিলো না। মাইক্রোবাসটি উদ্ধার করেতে পারলেও চালককে পাওয়া যায়নি। তাই আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়