মহসীন কবির: [২] মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন একথা বলেন। সময় ও ডিবিসি টিভি
[৩] তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা এবং বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য। বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
[৪] তিনি আরও বলেন, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে শুরু থেকেই সংযতভাবে কথা বলা হয়েছে। এখনো জটিল সমস্যায় আছেন খালেদা জিয়া, অক্সিজেন লাগছে না, কিডনি ও হার্ডের চিকিৎিসা নিয়ে উদ্বিগ্ন চিকিৎকরা। এখনও ক্রিটিক্যাল। অক্সিজেন স্যাচুরেশন নরমালে নেমে আসছে।
[৫] সমালোচনাকারীদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, যারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে সমালোচনা করেন তারা বেগম জিয়ার পায়ের নখের যোগ্য নয়।