শাহীন খন্দকার: [২] সকাল ৮টায় ডোজ দেয়া শুরু হওয়ার কথা থাকলেও, রাজধানীর হাসপাতাল গুলোতে আজ মঙ্গলবার প্রতিদিনের ডোজ এসে না পৌঁছানোর কারণে টিকা নিতে আসা লোকজনকে ১ ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ৯টার পর দ্বিতীয় টিকার ডোজ এসে পৌঁছালে শুরু হয় কার্যক্রম।
[৩] আরেকদিকে এসএমএস বা বার্তা প্রাপ্তরা ডোজ নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। ফলে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ থাকলেও, এসএমএস না পাওয়ায় ডোজ নিতে এসে ফিরে যেতে হচ্ছে, সৃষ্টি হচ্ছে বিড়ম্বনা।
[৪] টিকা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, যদি এসএমএস’ই গুরুত্ব পায়,তাহলে তাদের আরেকটি নোটিস দিয়ে এসএমএস পাঠানো যেত। কষ্ট করে আসতে হতো না।
[৫] করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখের বেশি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৩৫ লাখ। সরকারের কাছে মজুদ আছে প্রায় ১১ লাখ। অর্থাৎ ঘাটতি রয়েছে প্রায় ১২ লাখ। সম্পাদনা : রাশিদ