মোহাম্মদ হোসেন: চট্টগ্রাম উত্তর বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় ১টি করাতকল বন্ধ করে দিয়েছে। সোমবার (১০ মে) সকালে সহকারী কমিশনার, (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশ ও বনবিভাগের হাটহাজারী রেঞ্জাধীন কাটিরহাট এলাকায় গড়ে উঠা অবৈধ করাত কলটির বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ায় অভযান পরিচালনা করে বন্ধ করে দেয়া হয়।
রেঞ্জ এর বিট কর্মকর্তা জানায়, উপজেলার কাটিরহাটের মাহবুব সমিল নামে ওই করাত কলটিতে পাহাড় ও বন উজাড় করে গাছ কেটে টুকরো করে বিক্রি করে আসছিল।
বিভাগীয় বনকর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী নির্দেশনায় হাটহাজারী রেঞ্জ এর বিট কর্মকর্তা মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী,মন্দাকিনি বিট ও
হাটহাজারী রেঞ্জের কর্মকর্তা কর্মচারীগন অভিযানে অংশ গ্রহন করেন।