শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল সনদ তৈরি চক্রের দুই সদস্য আটক, অর্ডার দিলে আধা ঘণ্টায় তৈরি হতো জাল সার্টিফিকেট

সুজন কৈরী: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সনদ ও তা তৈরীর সরঞ্জামাদিসহ ২ জনকে আটক রেছে র‌্যাব-১০।

র‌্যাব বলছে, অর্ডার দেওয়ার ৩০ মিনিট পরেই জাল সার্টিফিকেট তৈরি করে ফেলত চক্রটি। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি করত চক্রের সদস্যরা। এভাবে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার নিউমার্কেটের নীলক্ষেতের বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা হলেন- মহাসিন প্রধান (৪২) ও জুয়েল রানা (২৮)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, আটকদের কাছ থেকে ৫২টি জাল সার্টিফিকেট, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার, ১টি কিবোর্ড, ১টি মাউস, ২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, ২টি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

এএসপি এনায়েত কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া, নকল ও জাল সার্টিফিকেট তৈরি করে। অর্ডার দেওয়ার মাত্র ৩০ মিনিটের পরই তারা জাল সার্টিফিকেট তৈরি করতে পারে। জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিত।

আটকদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা এনায়েত কবীর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়