শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল সনদ তৈরি চক্রের দুই সদস্য আটক, অর্ডার দিলে আধা ঘণ্টায় তৈরি হতো জাল সার্টিফিকেট

সুজন কৈরী: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সনদ ও তা তৈরীর সরঞ্জামাদিসহ ২ জনকে আটক রেছে র‌্যাব-১০।

র‌্যাব বলছে, অর্ডার দেওয়ার ৩০ মিনিট পরেই জাল সার্টিফিকেট তৈরি করে ফেলত চক্রটি। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি করত চক্রের সদস্যরা। এভাবে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার নিউমার্কেটের নীলক্ষেতের বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা হলেন- মহাসিন প্রধান (৪২) ও জুয়েল রানা (২৮)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, আটকদের কাছ থেকে ৫২টি জাল সার্টিফিকেট, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার, ১টি কিবোর্ড, ১টি মাউস, ২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, ২টি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

এএসপি এনায়েত কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া, নকল ও জাল সার্টিফিকেট তৈরি করে। অর্ডার দেওয়ার মাত্র ৩০ মিনিটের পরই তারা জাল সার্টিফিকেট তৈরি করতে পারে। জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিত।

আটকদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা এনায়েত কবীর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়