শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যবিধি না মানার শাস্তি গান-কবিতা-অভিনয়

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদেরকে আটক; তাদেরকে দিয়ে ফ্রি মাস্ক বিতরণের পাশাপাশি গান, কবিতা, অভিনয়, উপস্থিত বক্তৃতা মতো শাস্তি দেওয়া হয়। এর মাধ্যমে মূলত করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়। ঢাকা পোস্ট

রোববার (৯ মে) চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া, রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকেই সার্কেল এএসপির নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য চন্দ্রঘোনার লিচুবাগান ও দোভাষী বাজারে অবস্থান নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনগুলোতে কঠোর তল্লাশি শুরু করেন।

তল্লাশিকালে যাদেরকেই মাস্ক ছাড়া পাওয়া গেছে, তাদেরকেই আটক করা হয়। এছাড়া পথচারী ও স্থানীয়দের মাঝে যারা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছিলেন তাদেরও আটক করা হয়। এ সময় মার্কেট, বিপণিবিতানে অভিযান পরিচলনা করা হয়।

অভিযানে আটক হওয়ার এএসপির অনুরোধে সম্মিলিতভাবে গান, কবিতা, অভিনয় ও উপস্থিত বক্তৃতার মাধ্যমে করোনা সচেতনতা কার্যক্রমে অংশ নেন। পরে কখনও স্বাস্থ্যবিধি ভাঙবেন না এমন মুচলেকা দিয়ে তারা পুলিশের হাত থেকে ছাড়া পান।

এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা মূলত সবাইকে করোনাভাইরাসের বিপদ থেকে সচেতন করতে কাজ করছি। গান, কবিতা, অভিনয়ের মূল উদ্দেশ্যও আসলে সবার মধ্যে একটি সচেতনতাবোধ সৃষ্টি করা। এছাড়াও আমরা দিনভর মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করে চলেছি।

স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর থেকে আরও কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়