শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যবিধি না মানার শাস্তি গান-কবিতা-অভিনয়

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদেরকে আটক; তাদেরকে দিয়ে ফ্রি মাস্ক বিতরণের পাশাপাশি গান, কবিতা, অভিনয়, উপস্থিত বক্তৃতা মতো শাস্তি দেওয়া হয়। এর মাধ্যমে মূলত করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়। ঢাকা পোস্ট

রোববার (৯ মে) চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া, রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকেই সার্কেল এএসপির নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য চন্দ্রঘোনার লিচুবাগান ও দোভাষী বাজারে অবস্থান নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনগুলোতে কঠোর তল্লাশি শুরু করেন।

তল্লাশিকালে যাদেরকেই মাস্ক ছাড়া পাওয়া গেছে, তাদেরকেই আটক করা হয়। এছাড়া পথচারী ও স্থানীয়দের মাঝে যারা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছিলেন তাদেরও আটক করা হয়। এ সময় মার্কেট, বিপণিবিতানে অভিযান পরিচলনা করা হয়।

অভিযানে আটক হওয়ার এএসপির অনুরোধে সম্মিলিতভাবে গান, কবিতা, অভিনয় ও উপস্থিত বক্তৃতার মাধ্যমে করোনা সচেতনতা কার্যক্রমে অংশ নেন। পরে কখনও স্বাস্থ্যবিধি ভাঙবেন না এমন মুচলেকা দিয়ে তারা পুলিশের হাত থেকে ছাড়া পান।

এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা মূলত সবাইকে করোনাভাইরাসের বিপদ থেকে সচেতন করতে কাজ করছি। গান, কবিতা, অভিনয়ের মূল উদ্দেশ্যও আসলে সবার মধ্যে একটি সচেতনতাবোধ সৃষ্টি করা। এছাড়াও আমরা দিনভর মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করে চলেছি।

স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর থেকে আরও কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়