শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই মাসে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট বোর্ডেও সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি বলেছেন, চলতি মৌসুমেই সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে সে দেশের ক্রিকেট দল। যদিও সিরিজের সঠিক উইন্ডো এখনো পরিস্কার নয়। সৌরভ জানিয়েছেন, সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি থাকবে।

[৩] গত বছর জুনে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসছে জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। তবে সেটির সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথাও বলছেন সৌরভ। এফটিপির দিকে তাকালে দেখা যাবে, সেটি কীভাবে হবে তা মোটেও পরিস্কার নয়।

[৪] কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ২ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ভারত। ২০ সদস্যের দলের সঙ্গে থাকবেন চারজন রিজার্ভ খেলোয়াড়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ভারতের। এর আগে ভারতীয় স্কোয়াডের সদস্যরা সেখানে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলবে এমনটাই খবর।

[৫] এখন যদি জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করে ভারত, তাহলে হয়তো পুরো ভিন্ন একটি দল সেখানে পাঠানো হতে পারে। কারণ ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় যে কোয়ারেন্টাইন বিঁধি, তাতে ইংল্যান্ডের সিরিজের আগে ভারতের শ্রীলঙ্কা সিরিজ বেশ কঠিন। ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সৌরভ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটির কথা বলেছেন স্পোর্ট স্টারকে দেওয়া সাক্ষাৎকারে। - জি নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়