শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই মাসে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট বোর্ডেও সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি বলেছেন, চলতি মৌসুমেই সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে সে দেশের ক্রিকেট দল। যদিও সিরিজের সঠিক উইন্ডো এখনো পরিস্কার নয়। সৌরভ জানিয়েছেন, সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি থাকবে।

[৩] গত বছর জুনে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসছে জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। তবে সেটির সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথাও বলছেন সৌরভ। এফটিপির দিকে তাকালে দেখা যাবে, সেটি কীভাবে হবে তা মোটেও পরিস্কার নয়।

[৪] কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ২ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ভারত। ২০ সদস্যের দলের সঙ্গে থাকবেন চারজন রিজার্ভ খেলোয়াড়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ভারতের। এর আগে ভারতীয় স্কোয়াডের সদস্যরা সেখানে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলবে এমনটাই খবর।

[৫] এখন যদি জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করে ভারত, তাহলে হয়তো পুরো ভিন্ন একটি দল সেখানে পাঠানো হতে পারে। কারণ ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় যে কোয়ারেন্টাইন বিঁধি, তাতে ইংল্যান্ডের সিরিজের আগে ভারতের শ্রীলঙ্কা সিরিজ বেশ কঠিন। ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সৌরভ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটির কথা বলেছেন স্পোর্ট স্টারকে দেওয়া সাক্ষাৎকারে। - জি নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়