শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আবারো ফেরি চালুর সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক: বিআইডব্লিউটিসি ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন রবিবার (৯ মে) বিকাল ৩ টায় পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে রাত ৮ টায় আবারো ফেরি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম আবারো ফেরি চালুর সিদ্ধান্তটি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, শুধু পণ্যবাহী, জরুরি পরিবহণ, অ্যাম্বুলেন্সের কথা ভেবেই পুনরায় ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

জানা গেছে, শনিবার রাত ১৫ টি ফেরি চললেও এদিন ভোর থেকে পারাপার বন্ধ করে দেওয়া হয়। তবে আটটি অ্যাম্বুলেন্স সকাল পৌনে আটটার দিকে ‘ফেরি ফরিদপুর’ ১ নং ঘাট থেকে ছেড়ে যায়। এ ফেরি দেড় সহস্রাধিক যাত্রী নিয়ে পার হয়। পরে ১০টার দিকে ফেরি শাহ পরান ঘাটে আসলে হাজার হাজার মানুষ ফেরিতে উঠে যায়। ৫ সহস্রাধিক যাত্রী নিয়ে এ ফেরিটিও ছেড়ে যায়।

 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আবারো ফেরি চালু

এদিকে রবিবার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েনের পরও দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ ঘাটে ভিড় করছে। ফেরিঘাটের আশপাশে থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা পার হওয়ার চেষ্টা করে। নৌপুলিশ এ পর্যন্ত ১২টি ট্রলার আটক করেছে। এদিকে বাংলাবাজার ঘাট থেকে ফেরি কুঞ্জলতাও ৮ টি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়েছে।

- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়