শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আবারো ফেরি চালুর সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক: বিআইডব্লিউটিসি ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন রবিবার (৯ মে) বিকাল ৩ টায় পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে রাত ৮ টায় আবারো ফেরি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম আবারো ফেরি চালুর সিদ্ধান্তটি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, শুধু পণ্যবাহী, জরুরি পরিবহণ, অ্যাম্বুলেন্সের কথা ভেবেই পুনরায় ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

জানা গেছে, শনিবার রাত ১৫ টি ফেরি চললেও এদিন ভোর থেকে পারাপার বন্ধ করে দেওয়া হয়। তবে আটটি অ্যাম্বুলেন্স সকাল পৌনে আটটার দিকে ‘ফেরি ফরিদপুর’ ১ নং ঘাট থেকে ছেড়ে যায়। এ ফেরি দেড় সহস্রাধিক যাত্রী নিয়ে পার হয়। পরে ১০টার দিকে ফেরি শাহ পরান ঘাটে আসলে হাজার হাজার মানুষ ফেরিতে উঠে যায়। ৫ সহস্রাধিক যাত্রী নিয়ে এ ফেরিটিও ছেড়ে যায়।

 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আবারো ফেরি চালু

এদিকে রবিবার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েনের পরও দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ ঘাটে ভিড় করছে। ফেরিঘাটের আশপাশে থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা পার হওয়ার চেষ্টা করে। নৌপুলিশ এ পর্যন্ত ১২টি ট্রলার আটক করেছে। এদিকে বাংলাবাজার ঘাট থেকে ফেরি কুঞ্জলতাও ৮ টি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়েছে।

- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়