সুমাইয়া ঐশী: [২] গত বছর করোনা সংক্রমণ শুরু হলে ভ্যাকসিন আবিষ্কারের আগে নানা ধরনের ঘরোয়া টোটকার কথা শোনা যাচ্ছিলো। এরমধ্যে এখনও বেশ কিছু ঘরোয়া ওষুধ কার্যকরী বলে দাবি অনেকের। এর মধ্যে অন্যতম হলো গরম পানি বা গরম চা। আনন্দবাজার
[৩] করোনা যেসব পদ্ধতিতে মানব শরীরে প্রবেশ করতে পারে তার একটি হলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গলা দিয়ে শরীরে সংক্রমণ ছড়ায়। এজন্য গরম পানি পান করলে বা গরম চা পানে তাপে ভাইরাস মারা যায়। এছাড়া বাইরে থেকে এসে গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করলেও ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে এই তত্ত্বকে সম্পূর্ণভাবে নাকচ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। টাইমস অব ইন্ডিয়া
[৪] ভারতের মাইগভইন্ডিয়া টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে গরম পানি কোনওভাবেই কাজ করে না। ৬০-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভাইরাসের মৃত্যু হয় এবং তা শুধু ল্যাবেই সম্ভব। সুতরাং করোনা থেকে সুরক্ষা পেতে গরম পানি খাওয়া বা ঘনঘন চা খেলে কোনও উপকার হবে না।