স্পোর্টস ডেস্ক : [২] দল হিসেবে দারুণ ফর্মে আছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ, ওয়ানডেতে ৫ম এবং টি-টোয়েন্টিতে বিশ্বের ৪র্থ দল হিসেবে র্যাঙ্কিংয়ে অবস্থান পাকিস্তানের। দলটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করছেন, তিন ফরম্যাটেই ভালো করতে থাকলে খুব শিগগিরই তার দেশ র্যাঙ্কিংয়ের প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে।
[৩] সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে টেস্ট সিরিজ। এ ছাড়া একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দলটি। এ কারণেই রাজ্জাক মনে করছেন বাবর আজম ও তার দল এভাবে ফর্ম ধরে রাখলে র্যাঙ্কিংয়ে ভালো করবে পাকিস্তান।
[৪] এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, আমার কাছে, সমস্ত ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিংয়ে প্রথম বা দ্বিতীয় অবস্থানে পৌঁছানোর গোপনীয় বিষয় হল তিন ফরম্যাটেই উন্নতি করা, প্রায় ২০ বছর আগে অস্ট্রেলিয়া অন্য সমস্ত দলকে যেভাবে প্রভাবিত করেছিল। আমি আশাবাদী যে জিনিসগুলি যেভাবে চলছে, পাকিস্তান খুব শিগগিরই সমস্ত ফরম্যাটে প্রথম বা দ্বিতীয় অবস্থানে পৌঁছে যাবে।
[৫] তিন ফরম্যাটেই পাকিস্তানের কোচ একই হওয়া উচিত বলে মনে করেন রাজ্জাক। তবে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং বিভাগে স্পেশালিস্ট কোচ থাকা উচিত বলেও মনে করেন তিনি। তা না হলে ক্রিকেটাররা অস্বস্তিতে পড়েন। এমনটাই জানিয়েছেন রাজ্জাক।
[৬] তিনি বলেন, আমি অনুভব করি যে সমস্ত ফরম্যাটগুলিতে প্রধান কোচ একই রকম হওয়া উচিত তবে আপনার সাহায্যকারী এবং অন্যান্য সহায়ক কর্মী থাকতে হবে যারা একটি নির্দিষ্ট ফরম্যাটে বিশেষজ্ঞ যা খেলোয়াড়দের সহায়তা করতে পারে। পৃথক প্রধান কোচ থাকা খেলোয়াড়দের কেবল অস্বস্তিতে ফেলবে।- ক্রিকফ্রেঞ্জি