শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে আরও ৭৪ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৮

দিদারুল আলম:[২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ কমলেও মৃত্যু বেড়েছে প্রায় তিনগুণ। অর্থাৎ আগের দিন তিনজনের মৃত্যু হলেও শনিবার (৮ মে) ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন আটজন। এদিন নতুন করে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন চট্টগ্রামে ১৩৬ জন আক্রান্তের তথ্য মিলে। সবমিলিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৯৩ জন। নতুন আট মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৫৬৩ জন।

[৩] সিভিল সার্জন কার্যালয় থেকে রোববার (৯ মে) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।শনিবার (৮ মে) সবচেয়ে বেশি ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয় শেভরন ক্লিনিকের ল্যাবে। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে এদিন কোনো পরীক্ষা না হলেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৪২টি নমুনা থেকে ১৯ জনের করোনা শনাক্ত হয়।

[৪] বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৮৫টি নমুনায় করোনা শনাক্ত হয় ২২ জনের দেহে।চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবেও এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি। আর কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চারটি নমুনা পরীক্ষা করে কারও দেহে ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি।

[৫] এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও নমুনা পরীক্ষা হয়নি। তবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়। আর জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা ধরা পড়ে।

[৬] চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন শনাক্ত ৭৪ জন আক্রান্তের মধ্যে নগরীর ৫৫ জন এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর মৃত্যু হওয়া আটজনের মধ্যে ছয়জন নগরীর এবং অপর দুজন উপজেলার বাসিন্দা ছিলেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়