স্পোর্টস ডেস্ক : [২] পেপ গার্দিওলার অধীনে খেলার সময় লিওনেল মেসি পান বিশ্বজোড়া খ্যাতি। মাঠের বাইরে দুজনের বোঝাপড়া এখনও চমৎকার। তাহলে কেন গুরু-শিষ্যের পুনর্মিলন ঘটেনি আর? নয় বছর আগে বার্সা ছাড়লেও গার্দিওলা কেন তার পরবর্তী ক্লাবগুলোতে মেসিকে নেওয়ার চেষ্টা করেননি?
[৩] স্পেনের এই তারকা কোচের হয়ে জবাব দিয়েছেন তার বাবা। দেশটির ফুটবল বিষয়ক গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পেপ গার্দিওলার বাবা ভালেন্তি গার্দিওলা সাংবাদিক এমিলিয়ানো নুনিয়ার কাছে বলেছেন, মেসিকে অন্য কোনো দলে টানলে বার্সাকে আঘাত করা হবে, এমন ভাবনা সবসময় কড়া নাড়ে তার ছেলের মনে।
[৪] গার্দিওলার চোখে মেসিই সেরা উল্লেখ করে ভালেন্তি তুলে ধরার চেষ্টা করেছেন তার ছেলের মনোজগৎ, আমি নিশ্চিত যে, তাকে ম্যানসিটিতে পেলে পেপের অখুশি হওয়ার কোনো কারণ নেই। পেপ গার্দিওলা সবসময়ই মেসিকে সেরা হিসেবে দেখেছেন। কিন্তু সে রয়েছে বার্সেলোনায়। এই খেলোয়াড়টিকে নিয়ে গিয়ে ক্লাবটিকে কখনোই আঘাত করতে চায় না পেপ।
[৫] মেসিকে প্রথমবার খেলতে দেখার স্মৃতিচারণও করেছেন তিনি, এমন কোনো ক্লাব বিশ্বে নেই, যারা মেসিকে চাইবে না। আমি তাকে ১২/১৩ বছর বয়সে খেলতে দেখেছিলাম এবং আমি অভিভূত হয়েছিলাম। ওই পর্যায়েও সে অসাধারণ ছিল। মেসির মতো খুব কম খেলোয়াড়ই আছে।
[৬] ভালেন্তি বার্সার পাঁড় ভক্ত হলেও সন্তানের সাফল্যই তাকে সবচেয়ে বেশি উদ্বেলিত করে বলে জানিয়েছেন। আমি আজীবন বার্সেলোনার পক্ষে থেকেছি এবং তাদের জয় কামনা করেছি। কিন্তু সবার আগে আমি পেপকে জয়ী দেখতে চাই। আগে আমার ছেলে। তারপর বার্সেলোনা যখন জেতে, আমি উপভোগ করি। - মার্কা/ ডেইলিস্টার