শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ: বরিশাল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন রোগীরা। এ নিয়ে বিভাগে ৪৯ হাজার ৪১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিকেল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিকেল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত বরিশাল জেলায় ছয় হাজার ৬৪০ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৩৯৩ জন, ভোলায় ১২ হাজার ৭৯৩ জন, পিরোজপুরে ছয় হাজার ২৫৭ জন, বরগুনায় সাত হাজার ৮১০ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৫২৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত মোট ১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার পাঁচজন, পটুয়াখালীর ছয়জন, ভোলায় দুইজন এবং বরগুনায় চারজন। মোট আক্রান্তের মধ্য থেকে ৪৮ হাজার ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়