শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে আঘাত, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে আঘাত করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূকে বেঁধে রেখেছেন স্বামীর পরিবারের লোকজন।

বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ সরদার একই এলাকায় মোসলেম সরদারের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ জানান, তাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করবেন বলে একাধিকবার শাসিয়েছেন স্বামী মাসুদ ও শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। এছাড়া মাসুদ ঠিক মতো আয়-রোজগারও করেন না বলে জানান তিনি।

এদিকে, স্বামীর গোপনাঙ্গে আঘাত করায় ওই গৃহবধূকে ঘরের বারান্দায় একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে রেখেছেন শ্বশুরবাড়ির লোকজন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে দাবি মাসুদের পরিবারের।

তারা জানান, মাসুদের স্ত্রীকে প্রায় এক বছর ধরে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ না।

বেঁধে রাখার বিষয়ে তারা জানান, কখন কাকে আক্রমণ করে এ অশঙ্কায় তাকে বেঁধে রাখা হয়েছে। তার বাবার বাড়ির লোকজনকে খবর দিয়ে সেই বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়