শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে আঘাত, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে আঘাত করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূকে বেঁধে রেখেছেন স্বামীর পরিবারের লোকজন।

বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ সরদার একই এলাকায় মোসলেম সরদারের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ জানান, তাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করবেন বলে একাধিকবার শাসিয়েছেন স্বামী মাসুদ ও শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। এছাড়া মাসুদ ঠিক মতো আয়-রোজগারও করেন না বলে জানান তিনি।

এদিকে, স্বামীর গোপনাঙ্গে আঘাত করায় ওই গৃহবধূকে ঘরের বারান্দায় একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে রেখেছেন শ্বশুরবাড়ির লোকজন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে দাবি মাসুদের পরিবারের।

তারা জানান, মাসুদের স্ত্রীকে প্রায় এক বছর ধরে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ না।

বেঁধে রাখার বিষয়ে তারা জানান, কখন কাকে আক্রমণ করে এ অশঙ্কায় তাকে বেঁধে রাখা হয়েছে। তার বাবার বাড়ির লোকজনকে খবর দিয়ে সেই বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়