কামাল হোসেন: রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় ২৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা কার্যালয় হতে এ সামগ্রীগুলো বিতরন করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম (বার) পরিচালিত উত্তরন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ উপহারগুলো দেয়া হয়।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলার চাউল, দুধ, তেল, চিনি, সেমাই, মসলা ও একটি করে জীবন্ত মুরগি।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ্জামান (সদর সার্কেল), গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর, উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ শাখার সভানেত্রী মাহিয়া মাহি প্রমূখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ হতে করোনা পরিস্থিতির শুরু থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে রয়েছি। এ ক্ষেত্রে সম্মানিত ডিআইজি স্যার আমাদের সার্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।