শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে শশুরবাড়ী যাওয়ার আগেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহিদুল ইসলাম:[২] কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী (মাজার সংলগ্ন) গ্রামে স্বর্ণা বেগম (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (৫ মে) দিবাগত রাত সেহরীর পূর্বে বাড়ির পাশে গাছের সাথে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। স্বার্ণা উপজেলার ধামতী গ্রামের মোঃ সুন্দর আলীর চতুর্থ মেয়ে এবং একই এলাকার রহিম মাস্টারের ছেলে কামরুল হাসানের স্ত্রী।

[৩] ঘটনার সূত্রে জানা যায়,স্বর্ণা পাশের বাড়ির রহিম মাস্টারের ছেলে কামরুল হাসানের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলের পরিবার তা মানতে নারাজ, তাই ছেলে মেয়ে গোপনে গত ২০ এপ্রিল কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করে। মেয়ের পরিবার বিষয়টি মেনে নিলেও ছেলের পরিবার মানেনি। তাই কামরুল বউ নিয়ে শশুড় বাড়িতে থাকত,গতকাল স্ত্রীকে শশুড় বাড়িতে রেখে জরুরি কোনকাজে পার্শবর্তী এলাকায় তার বড় ভায়রার বাড়ি যায়। স্ত্রী স্বর্ণা বাপের বাড়িতে থেকে যায়। হঠাৎ অজানা কারনে রাতে ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।

[৪] এ বিষয় স্বর্ণার স্বামী কামরুল হাসান বলেন, আমি স্বর্ণাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার পরিবার না মানায় স্বর্ণাকে নিয়ে আমি শশুড় বাড়িতে অবস্থান করি। তার সাথে আমার কোন ঝগড়া বিবাদ কিছু হয় নাই। গতকাল জরুরী কাজে বড় ভায়রার বাড়িতে যাই, রাতে তার সাথে মোবাইলে প্রায় দুই ঘন্টা কথাও বলি। পরে আমি ঘুমিয়ে যাই। সেহরীর সময় শুনি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমি এর সুস্থ তদন্ত চাই। আমার স্ত্রী কি কারনে আত্মহত্যা করলো? নাকি তাকে কেউ হত্যা করেছে? আমি প্রকৃত ঘটনা জানতে চাই।

[৫] এ বিষয়ে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম বলেন,আমি খবর পেয়ে লাঁশ উদ্ধার করেছি এবং সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়